নিজস্ব প্রতিবেদক :
জামালুল কুরআন মাদ্রাসার উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন বলেন, “দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন আপোষহীন ও সাহসী নেত্রী। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবকসুলভ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে মরহুমার রূহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এর মধ্য দিয়ে দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।